ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পা দিয়ে লিখেই দাখিল পরীক্ষায় কৃতকার্য হলেন বেল্লাল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

শারীরিক অক্ষমতা মানুষের লক্ষ্য অর্জনে যে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না তার উজ্জ্বল প্রমাণ বেল্লাল আকন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমিদপুর গ্রামের খলিল আকন ও হোসনে আরা বেগমের ছেলে বেল্লাল। জন্মগতভাবেই তার দু’হাত নেই। পা দু`টিতেও রয়েছে ত্রুনটি। পা দিয়ে লিখেই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়।

শারিরীকভাবে অক্ষম হলেও মায়ের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে সে। পা দিয়ে লিখেই সফলতা অর্জন করেছে ইবতেদায়ি ও জেডিসি পরীক্ষায়। সে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তবে সে এবারের দাখিল পরীক্ষায় ৩.৮৫ পেয়েছে।  

মেধাবী ছাত্র বেল্লাল জানায়, শুধুমাত্র ডান পায়ের আঙ্গুল দিয়ে লিখে পিএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছি। দাখিল পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। তবে নানা সমস্যা অতিক্রম করে মাধ্যমিক লেখাপড়া পার করেছি। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করতে চাই।

বেল্লালের মা হোসনে আরা বেগম জানান, জন্মের পর থেকে ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছি। গ্রামের লোকজন তাকে নিয়ে নানা রকমের মন্দ কথা বলত । এ কারণে প্রথম দিকে বেল্লালকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতেন। এক শিক্ষকের অনুপ্রেরণায় ছেলেকে লেখাপড়া করানোর সিদ্ধান্ত নেন। ঘরে বসে পড়াতে আর পায়ের আঙুলের মধ্যে চক দিয়ে স্লেটে লেখা শেখানোর অভ্যাস তৈরি করে ফেলি। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের উমেদপুর মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়। তবে বেল্লাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এতেই আমরা অনেক খুশি। 

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি